"হাবীবা হেলেন"
আমি শরৎ কন্যা।
বর্ষা শেষে আশ্বিনের জোনাক জ্বলা
কোন এক গভীর রাতে
শিউলীর মিষ্টি গন্ধ ছড়িয়ে
একরাশ কাশ ফুলের শুভ্র ভালোবাসায়
রাত জাগা পাখির কূজনে
আমি সমর্পিত হলাম
মা বসুন্ধরার প্রার্থিত অন্জলিতে......!!
সেই শুরু
পথ চলার। ...না, মালয় সাগরে নয়,
বলা যায়...
টেকনাফ থেকে তেঁতুলিয়া,
এই বাংলার পথে প্রান্তরে.....
জীবনটা ইছামতি নদীর মতো...
দূ কূল ছাপিয়ে ভাসতে থাকে
আমি ভেসে যাই......।।
ভোর সকালে
জামা ভর্তি শিউলী আর করবী ফুলে
হাত রঙিন, পা রঙিন
পুতুল বউ আর আমি মিলে।
ভর দুপুরে
ঘোষেদের ওই পুকুরে...
কখনো বা কামরাঙ্গা আর তেঁতুল তলায়
গোল্লাছুট, রুমাল চুরি খেলার নেশায়।
জীবনও তো নদীর মতোই
কখনো জোয়ার কখনো ভাটা .....
নদীও কি আমার মতোই
জীবন পথে বড্ড একা....
এখনোওতো শিউলী ঝরা শরৎ এলে
মন ছুটে যায়.......
প্রাণ ছুটে যায়......
শিউলী তলায় পুকুর ঘাটে।।
পা ডুবিয়ে নরম জলে
মনটা আমার ইছামতি নদীর মতো
যায় ভেসে সে......
মন যেখানে চায় সেখানে ইচ্ছা মতো।