হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর)এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বাইডেন হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান।বিভিন্ন নীতি নিয়ে গভীর মতবিরোধ সত্ত্বেও দীর্ঘদিনের রাজনৈতিক এই দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতার মসৃণ হস্তান্তর নিশ্চিত করতে হোয়াইট হাউসে সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে অংশ নেন এবং সেখানে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেন।
বৈঠকে এই দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্য, ইউক্রেন ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান। প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে ওভাল অফিসে আরও একবার এই দুই নেতার বৈঠক হয়েছিল। দেশটির ৫৯তম মার্কিন নির্বাচনে ট্রাম্পকে হারিয়েই হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন জো বাইডেন।
এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ভালো বলে যুক্তি দিয়েছেন বাইডেন।কারণ আমেরিকাকে যুদ্ধে জড়ানো থেকে রক্ষা করবে শক্তিশালী এবং স্থিতিশীল ইউরোপ।
অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেছেন, তিনি এবং বাইডেন তাদের কথোপকথনের সময় “মধ্যপ্রাচ্য সম্পর্কে খুব বেশি কথা বলেছেন”।