
“আহসান হাবীব”
বলছো তুমি কেউ নেই পাশে
আমি দেখেছি সবই আছে।
বন্ধু আছে ভুরি ভুরি
বিয়ের প্রস্তাব কুঁড়ি কুঁড়ি ।
ভালোবাসা আসে একবার
তবে ব্লক কেন বার বার ?
হিংসা থাকা ভাল অতিরিক্ত নয়
এর থেকেই সবার বিবেধ সৃষ্টি হয়।
সুখের সন্ধান রাগ করে নয়,
সব সমাধান ভালবাসা ই দেয় ।
সততার মূল্য দিয়েছি শুধু আমি
আমার বেলায় দাওনি কিন্তু তুমি।
সন্ধেহ প্রবণতা বাড়লে ধীরে ধীরে
খণ্ডিত হবে শান্তি,
যাও যেখানে যে নীড়ে।
