মীর ইমরানঃ মাদারীপুর জেলার সবচেয়ে বেশী উন্নয়ন যদি কোথাও হয়ে থাকে। সেই উন্নয়ন হয়েছে মাদারীপুর ১ - শিবচর উপজেলায়। এ উন্নয়নের গতির আড়ালে পরে থাকা মাদবরের চর ইউনিয়নের ৩ নং ওয়াডের খাঁড়াকান্দি গ্রামের ৫ শত পরিবার।
যখন শিবচরের উন্নয়নের ছোয়া সবাই উপভোগ করেন কিন্ত এমত্ব অবস্থায়। খারাঁকান্দি গ্রামের ৫ শত পরিবার নানা ভাবে উন্নয়নের সুবিদা থেকে বন্জিত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে ৫ শত পরিবারে যাতায়াতের তেমন কোন সুবিদা দিতে পারেনি স্থানীয় জনপ্রতিনিধিরা।
তাই খারাঁকান্দিতে বসবাসকারী ৫ শত পরিবারের কমল মতি বাচ্চাদের স্কুল কলেজ, হসপিটাল, হাট বাজার সহ সকল কাজের জন্য বিভিন্ন স্থানে যেতে হয়। কিন্ত যাতায়াতেরর জন্য এ পরিবারে গুলোর জন্য একটি ব্রিজ বা কালবাট খুব প্রোয়জন। যা বিগত বছর কয়এক দরে কেউ উদ্যোগ নিচ্ছে না।
তাই স্থানীয় যব সমাজ একটি ২ শত ফিট কাঠের ব্রিজ নিজ উদ্যোগে নির্মাণ করে। দৃষ্টি কেরেছে সকলের। ২শত ফিট কাঠের ব্রিজ নির্মাণ কারী এক যবুক মোঃ সজীব মাদবর বলে আমাদের এ নদীতে একটি ব্রিজ অনেক দরকার কিন্ত কেউ ব্রিজটি নির্মাণেরর কোন উদ্যোগ নেননি স্থানীয় জনপ্রতিনিধিরা। অনেক অবহেলায় পরে আছে আমাদের এ খারাঁকান্দি গ্রামের ৫ শত পরিবার। তাই জরুরী কোন কাজে এ নদী পার হতে পারতো না বন্জিত পরিবার গুলি।
স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোন উদ্যোগ না পেয়ে জনসাধারণ কে এ নদীটি পার করারর জন্য। আমরা যব সমাজ একটি কাঠের ব্রিজ নির্মানের উদ্যোগ নিয়ে একটি কাঠের ব্রিজ নির্মাণ করেছি।
আমরা আশা করি আমাদের এ খারাঁকান্দি নদীতে যে কাঠের ব্রিজ টি নির্মাণ করেছি এ টা দেখে আমাদের মাদারীপুর ১ শিবচরের এমপি মাটি ও মানুষের নেতা জনাব নুর - ই- আলম চৌধুরী নজর দিবেন, এবং আমাদের ৫ শত পরিবারে যাতায়াতের জন্য খারাঁকান্দি নদীতে একটি ব্রিজ নির্মাণ করবে বলে দাবী এ শিবচরের উন্নয়নের বন্জিত হওয়া পরিবারের।