শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago
শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ঢাকা: জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানও শামসুউদ্দিন দিদার।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে বক্তব্য তুলে ধরবেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা ও মুক্তির বিষয়ে করণীয় ও কর্মসূচি, ভারতের নাগরিকত্ব ইস্যু ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন...

  • শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি