শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল মাত্র ৭ রান, হাতে ছিল ৬ উইকেট। এমন জয়ের সুযোগ প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।
জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শ্বাসরুদ্ধকর ফাইনালে হেনরি শেষ ওভারে মাত্র ৩ রান খরচ করে দুই উইকেট তুলে নেন। ফলে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন দুই সেট ব্যাটার—জর্জ লিন্ডে ও দেওয়াল্ড ব্রেভিস। প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলেই ব্রেভিসকে আউট করেন হেনরি। তৃতীয় ও চতুর্থ বলে আসে মাত্র ৩ রান। পঞ্চম বলে আউট হন লিন্ডে। শেষ বলে জয়ের জন্য ৪ রান প্রয়োজন হলেও আবারও ডট দেন হেনরি, নিশ্চিত হয় নিউজিল্যান্ডের অবিশ্বাস্য জয়।
ফাইনালে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৮০ রান তোলে। ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা দুজনেই ৪৭ রান করেন। টিম সেইফার্ট যোগ করেন ৩০ রান।
জবাবে, দক্ষিণ আফ্রিকা দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে আসে ৯২ রান। লুয়ান ড্রি প্রিটোরিয়াস ৩৫ বলে ৫১ ও রিজা হেনড্রিক্স করেন ৩১ বলে ৩৭ রান। কিন্তু এরপর থেকেই ধস নামে প্রোটিয়া ব্যাটিংয়ে।
১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৬ উইকেটে ১৭৭ রানে। শেষ ১০ বলে প্রয়োজন ছিল মাত্র ৯ রান, হাতে ছিল ৬ উইকেট। তবুও হেরে গেল তারা। বারবার গুরুত্বপূর্ণ ম্যাচে ভেঙে পড়ার পুরনো পরিচয় আবারও দিয়ে গেলো ‘চোকার’ খ্যাত প্রোটিয়ারা।