সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রির সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ৪ দিন আগে

বাংলাদেশ ব্যাংক আগামী ৩০ নভেম্বর থেকে মতিঝিল অফিসসহ দেশের বিভিন্ন শাখা থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের গ্রাহক সেবা বন্ধ করবে। বন্ধ হতে যাওয়া সেবার মধ্যে রয়েছে—সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড কেনাবেচা, সরকারি চালান নেওয়া, ভাংতি ও ছেঁড়াফাটা নোট পরিবর্তন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মতিঝিল কার্যালয় থেকে প্রাথমিকভাবে এসব সেবা বন্ধ হলেও বাণিজ্যিক ব্যাংক শাখাগুলোতে গ্রাহকরা আগের মতো সেবা পাবেন। ব্যাংকগুলোর সেবার মান ও সুবিধা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক তদারকি বৃদ্ধি করবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত জুনে মতিঝিল অফিসের ক্যাশ বিভাগ পরিদর্শন করেন এবং আধুনিকায়নের জন্য দিকনির্দেশনা দেন। এরপর গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লকিংয়ের পরও ব্যাংকের ১৬টি কাউন্টারে ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রি, অপ্রচলিত নোটের বিরোধ নিষ্পত্তি এবং ব্যাংকের সঙ্গে লেনদেনের মতো সীমিত সেবা চলবে।

বাংলাদেশ ব্যাংকের বাইরে সরকারি-বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিস থেকে সাধারণ গ্রাহক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড কিনতে পারবেন। বিশেষ নিরাপত্তার কারণে কেন্দ্রীয় ব্যাংক এসব পদক্ষেপ নিয়েছে।

গত মাসে মতিঝিল অফিসের সঞ্চয়পত্র সার্ভার জালিয়াতির ঘটনা ধরা পড়লেও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে তাত্ক্ষণিক কোনো সম্পর্ক নেই।

সংবাদটি শেয়ার করুন...