স্টাফ রিপোর্টার
রেলপথ মন্ত্রী মজিবুল হক এমপি বলেছেন, সাংবাদিকরা সব সময় অবহেলিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে। তারা পরিশ্রম করে তৃণমূল থেকে খবর উঠিয়ে এনে মিডিয়ায় প্রকাশ করে। আর সরকা সেই খবরের উৎস্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। তিনি বলেন, শুধু রাজনীতিবিদরাই যে দেশ সেবা করে তা ঠিক না। সমাজের প্রতিটি মানুষই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করে। তিনি সকল পেশাজীবী নেতৃবৃন্দকে দেশের উন্নয়নে আরো ভুমিকা রাখার জন্য আহবান জানান। রোববার বিকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহত্তর কুমিল¬ার (কুমিল্লা,ব্রাক্ষ্মনবাড়িয়া-চাঁদপুর) সাংবাদিক ফোরাম কর্তৃক আয়োজিত প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও মরনোত্তর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রেলপথ মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, গুনী ব্যক্তিদের সম্মান জানিয়ে সাংবাদিকগণ আজ নিজেরাই সম্মানিত হলো। তিনি এই ধরনের মহৎ কাজ এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আখতার ইউছুফের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, তথ্য উপদেষ্টা ও ডেইলী অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুল মান্নান,ডেফোডিল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান মো. সবুর খান। বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন,দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত নন্দী প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিতদের স্বজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।