ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সাবেক সচিব মনজুর হোসেন বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম মনজুর কাদের বুলবুলের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।
পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ র্মাচ তিনি জন্মগ্রহণ কারণে। মনজুর হোসেন ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরদিপুর-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি রূপালী ব্যাংকের দুবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।