
ঈদের তিন সপ্তাহ পর নতুন সিনেমা মুক্তির লক্ষ্যে ঈদে মুক্তি পাওয়া সব সিনেমা দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়। দেশি সিনেমা নামিয়ে পর্দায় উঠানো হয় দুই হলিউড সিনেমা। আর এতেই প্রতিবাদে সরব হয়েছেন ঈদের মুক্তিপ্রাপ্ত তিন সিনেমার নির্মাতা হিমেল আশরাফ, গিয়াস উদ্দিন সেলিম ও মিশুক মনি।
তাদের দাবি, পর্যাপ্ত দর্শক চাহিদা থাকার পরও সিনেপ্লেক্স থেকে সিনেমাগুলো নামিয়ে দেওয়া হয়েছে। প্রমাণ হিসেবে সংশ্লিষ্টরা প্রকাশ করেছে ১ মে’র প্রায় ‘হাউজফুল’ সিটপ্ল্যান। যদিও এর বিপরীতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
এরপর নতুন খবর হলো, নেমে যাওয়া সিনেমা থেকে ঈদের দুই সিনেমা ফের পর্দায় উঠছে, সেগুলো হলো হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’। এরমধ্যে ‘রাজকুমার’ চলবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, সীমান্ত সম্ভারে, প্রতিদিন একটি শো। অন্যদিকে ‘ওমর’ চলবে শুধুমাত্র বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে।
