মাদক মামলার পলাতক আসামি রোজিনা আক্তার ওরফে পুটি নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ।
শহরের কলিম মোড় এলাকার নিজ বাসা থেকে শনিবার (১০ জুন) রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পুটি আরেক মাদক বিক্রেতা আলম হোসেনের স্ত্রী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই আব্দুল আজিজের নেতৃত্বে এসআই বদরুজ্জোহাসহ পুলিশের একটি টিম মাদক বিক্রেতা রোজিনা আক্তার ওরফে পুটির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত মাদক বিক্রেতা পুটি দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। মাদক বিক্রেতাদের যারা বাসা ভাড়া দিয়েছেন সেসব বাড়ির মালিকদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।