
মোঃ দীন ইসলাম, সোনাইমুড়ীঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন শাকিলের বিরুদ্ধে “রাজন” নামের একটি ফেইক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে। এই নিয়ে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক ও জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অপপ্রচারের বিরুদ্ধে ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে।
তথ্য সূত্রে জানা যায়, দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল ২ সেকশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সততা ও আদর্শবান চেয়ারম্যান হিসেবে নোয়াখালী জেলায় তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান পদক লাভ করে সরকারি প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড ইন্দোনেশিয়া যান। কিন্তু তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের অজ্ঞাত ব্যক্তি রাজন নামের একটি ফেইক আইডি থেকে নুরুল আমিন শাকিলকে চাউল চুরির মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
বিল্লাল হোসেন নামে একজন ফেসবুকার প্রতিবাদ জানিয়ে লিখেছেন, নুরুল আমিন শাকিলের সম্মান হানির উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। রাসেল নামে একজন লিখেছেন, মিথ্যা অপপ্রচার করে জনপ্রিয়তা নষ্ট করা যায় না। যারা এটা লিখেছেন তারা দুঃশ্চরিত্রের লোক।
এ বিষয়ে দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল তদন্ত চিত্র কে বলেন, আমি শতভাগ স্বচ্ছতার সাথে চাউল বিলি করেছি। উপজেলা নিবার্হী কর্মকর্তা টিনা পালের উপস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্ধকৃত ২৭শ কেজি চাউল ১৩৫ জনের মধ্যে বিলি করা হয়।
এছাড়া সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম নিজ নিজ অর্থায়নে নিজস্ব লোক দিয়ে সবার ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিন। বিভিন্ন জায়গায় চাউল নিয়ে দুর্নীতি ঘটনা ঘটেছে। আমার সম্মানহানির উদ্দেশ্যে প্রতিপক্ষের লোক ফেইক আইডিতে সারাদেশের সাথে মিলিয়ে অপপ্রচার চালাচ্ছে। তাদের উদ্দেশ্য এখন অপপ্রচার চালালে সবাই সত্য বলে বিবেচনা করবে। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
সোনাইমুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সমানভাবে চাউল বিলি করা হয়। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। এই অপপ্রচারের কোন সত্যতা নেই।
এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল বলেন, দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিল একজন স্বচ্ছ চেয়ারম্যান। আমি নিজে উপস্থিত থেকে সবার হাতে হাতে চাউল বুঝিয়ে দিয়েছে।
