নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আদাবর থানার সুনিবীড় এলাকায় নবদিগন্ত আদর্শ বিদ্যালয়কে ঘিরে গড়ে উঠেছ দখল বানিজ্য।
এ বিদ্যালয়ে ঢুকতেই বিদ্যালয়ের জরাজীর্ণ দেয়াল ও ক্লাশ রুম চোখে পড়বে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের জায়গা দখল করে আদাবর থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীম স্কুলের জায়গা গরুর খামারের জন্য ভাড়া দিয়েছে। বর্তমানে গরুর খামারের পাশে নতুন করে গার্মেন্টস করার জন্য জায়গা ভাড়া দিয়েছে। যা স্কুলের জমি দখল করে বহুতল ভবন নির্মানের কাজ চলছে। স্কুলের মূল ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়বে ময়লার স্তুপ ও ছোট ছোট গর্তের মাঠ।
জানা গেছে, যেখানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলার কোন ব্যবস্থা নেই। যেখানে আশে পাশে বখাটেদের আড্ডার জায়গা ও ছিলো দৃশ্যমান। স্কুলে ঢুকতেই স্কুল ভবন ঘিরে ভূতুড়ে ক্লাশ রুম চোখে পড়বে। যার সংস্কার কখনো হবে কিনা তা অজানা।
এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, সালাউদ্দীনের বিরুদ্ধে তাদের অভিযোগের পাহাড়। এ স্কুল নির্মানের মূল ভূমিকায় ছিলেন হাজী আহমদ আলী। তিনি আমাদের এ এলাকার কথা চিন্তা করে এ জায়গাটার মাটি ভরাট করে দেন। তাকে পর্যন্ত স্কুলের ব্যাবস্থাপনার কোন পদে রাখা হয় নাই। তিনি নিজে নিজে একটা কোরাম গড়ে তুলেছেন যা দিয়ে অদক্ষ ও অল্প শিক্ষিত নিজের লোকদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে পূর্বের লোকদের সরিয়ে দিয়েছেন। তিনি এ পর্যন্ত যা কিছু করেছেন তার কোন হিসাব কখনো দেন নাই। এগুলো শুধুমাত্র তিনি আর প্রধান শিক্ষকই জানেন। জানা গেছে, তিনি শুধুমাত্র আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এই দুর্নীতি করে যাচ্ছে।
স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, তিনি আদাবরের পিসি কালসার হাউজিংয়ের ২৪ নং বাড়ীর একটি প্ল্যাট দখল করে আছেন এবং আশে পাশে সরকারী সম্পত্তি দখল করে স্থাপনা বানিয়ে ভাড়া দিয়ে রেখেছেন। এলাকার স্থানীয় রাজনীতিবিদদের অভিযোগ।
তারা জানায়, তিনি আদাবর থানায় আওয়ামী লীগের কমিটিতে টাকার বিনিময়ে পদ দিয়েছেন। যারা বিএনপি ও জামায়াত করে তাদের কাছ থেকে টাকা নিয়ে আওয়ামী লীগে পদ দিয়েছেন। তার স্ত্রী ও একজন বিএনপির লোক। আমরা এই দূর্নীতি, সন্ত্রাসবাদ ও আওয়ামী লীগের নাম ভাঙ্গানো নেতাদের বিরুদ্ধে উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও তার যথার্থ বিচার দাবি করছি এবং এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই শুদ্ধি অভিযানে ব্যবস্থা নিয়ে দলকে কলঙ্কমুক্ত করতে আমরা আদাবরবাসী জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে সালাউদ্দিন শামীমের কাছে ফোন কলের মাধ্যমে জানতে চাইলে, তিনি এইসব অভিযোগ অস্বীকার করে বলেন। এই সব অভিযোগ মিথ্যা, বানোয়াট।