উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলা হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব। শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে এ কথা জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ নিয়ে উপদেষ্টা আসিফ বলেন, শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল, সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। অন্তর্বর্তী সরকার তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ হয়েছে, এটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যে অন্যায় অনিয়মগুলো চলে আসছিল, সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই রয়েছে। আমরা পাঁচ-ছয় বছর ধরে ক্যাম্পাসে সেগুলো নিয়ে একটিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট কিছু দাবি আছে, যেহেতু এখন আমরা সরকারে আছি সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব।
হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তি নিশ্চিত করাই প্রথম দায়িত্ব উল্লেখ করে আসিফ বলেন, শহিদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়ার জন্য এবং হাসপাতালের বেডে কাতরানো আহতদের চিকিৎসা নিশ্চিত করার পদক্ষেপ নেব। রিফর্ম গুলো করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল ব্যবস্থায় ফেরাবো। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এই সরকারের সময় শেষ হবে।