হাসপাতালে ভর্তি শাহরুখ খান

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ years ago

হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল বুধবার বিকেলে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, আহমেদাবাদে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উচ্চ তাপমাত্রার মধ্যে ডিহাইড্রেশনে ভুগছিলেন শাহরুখ খান।

স্বাস্থ্য স্থিতিশীল থাকলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল আইপিএলের প্রথম কোয়ালিফায়ার। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ।

খেলায় সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে ওঠে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। ছেলেমেয়েকে নিয়ে মাঠে গিয়ে গতকাল সেই ম্যাচ উপভোগ করেন বলিউড বাদশা। বিভিন্ন মুহূর্তে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। ম্যাচ শেষে মাঠেও ঘুরে বেড়ান তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন।

প্রসঙ্গত, আহমেদাবাদের তাপমাত্রা এখন ৪৫ ডিগ্রির আশেপাশে। আগামী পাঁচ দিনের জন্য সেখানে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

সেইসঙ্গে চরম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন...

  • বলিউড বাদশাহ শাহরুখ
  • হিট স্ট্রোক