১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ৩ সেকেন্ড আগে

১৮ বছরের দীর্ঘ প্রবাস জীবনের পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “এই বার্তা শুধু আপনাদের জন্য নয়, দেশের মানুষের জন্যও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর বিদেশে ছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দলের সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর ঢাকায় এসে আমাদের সঙ্গে যুক্ত হবেন।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের দেশে আগমনের সঙ্গে দেশের গণতন্ত্রের উত্তরণে বাধাগুলোও দূর হবে। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধান উপদেষ্টার সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে আশা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে।”

মহাসচিব সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এ বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে এবং সমগ্র জাতির জন্য এই আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সপরিবারে বিদেশেই অবস্থান করছেন।

সংবাদটি শেয়ার করুন...