দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর আইভি স্যালাইন প্রদান

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৫ years ago

তদন্ত চিত্র ডেস্ক: ডায়রিয়া কবলিত এলাকায় স্যালাইন উপহার দিলেন সেচ্ছাসেবী সংগঠন। দুমকি উপজেলার ডায়রিয়া কবলিত রোগীদের চিকিৎসা সেবায় দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এগিয়ে আসেন। এ সংগঠনটি বিভিন্ন দুর্যোগপূণ সময় যথাসাধ্য মানুষের পাশে দাড়ান। এরই ধারাবাহিকতায় আজ দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন স্যালাইন গুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

সকাল সাড়ে ১১টায় দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন পক্ষ থেকে দুমকি উপজেলার ডায়রিয়া কবলিত রোগীদের চিকিৎসা সেবা দিতে ১০০০ মিঃলিঃ এর ৪০০ পিচ আইভি স্যালাইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম সাহিন এর হাতে হস্তান্তর করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসীমউদ্দিন সুমন, সংগঠনের সদস্য প্রকৌশলী মোঃ রিয়াজুল হাসান (সুমন), প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, প্রকৌশলী মোঃ রিয়াজ হোসেন, প্রকৌশলী আতিকুল ইসলাম, প্রকৌশলী কে এম মেহেদী, প্রকৌশলী আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন...