তানোরে শ্বশান দখল করে বসতি নির্মাণ !

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৮ years ago

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে সাঁওতাল সম্প্রদায়ের প্রায় শত বছরের শ্বশান দখল করে প্রায় ১৫টি বসত ঘর গড়ে তোলা হয়েছে। তানোরের বাধাইড় ইউপির সাঁওতাল অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হাঁপানিয়া মহিষপুকুর এলাকায় শ্বশান দখলের ঘটনা ঘটেছে। এদিকে ২০১৬ সালের ৪ আগস্টে এলাকাবাসির পক্ষে গোবিন্দ মারডি বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও রহস্যজনক কারনে শ্বশান উদ্ধারে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। তানোর উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা পরিচয় গোপণ রাখার শর্তে শ্বশান দখলের সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ দখলদারদের কোনো বৈধতা নাই, তবে তাদের পেশী শক্তি ও প্রভাব প্রতিপত্তির কারণে সাঁওতাল সম্প্রদায়ের অধিবাসিরা শ্বশান উদ্ধার করতে পারছে না।
স্থানীয় সূত্র জানা গেছে, তানোরের বাধাইড় ইউপির দুর্গাপুর মৌজায় ৪৪ নম্বর দাগে ৩টি পুকুরসহ প্রায় ৪ একর ২৯ শতক সম্পত্তি রয়েছে শ্বশানের নামে। বিগদ ২০০৬ সালে বিএনপি জামায়াত চারদলীয় জোট সরকারের সময়ে স্থানীয় ভূমিদুস্যু সিন্ডিকেট চক্র বহিরাগতদের কাছে থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে সেখানে রাতারাতি প্রায় ১৫টি বসতি নির্মাণ ও তাদের কাছে পজিশন (দখল) হস্তান্তর করেছে কিন্তু দখলদারদের পেশি শক্তির কারণে সাঁওতাল সম্প্রদায়ের অধিবাসিরা শ্বশানের দখল নিতে পারছেন না। এদিকে মহাজোট তথা আওয়ামী লীগ সরকার গঠনের পর সাঁওতাল সম্প্রদায়ের অধিবাসিরা তাদের শ্বশান উদ্ধারের উদ্যোগ নিয়েছে। সাঁওতাল সম্প্রদায়ের অধিবাসিরা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, রহস্যজনক কারণে প্রশাসনের কাছে থেকে তারা তেমন কোনো সহযোগীতা পাচ্ছেন না। হাঁপানিয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জৈষ্ঠ ব্যক্তি বলেন, হাঁপানিয়া গ্রামের মৃত লোকমান আলীর পুত্র মোস্তফা, নূহ আলম বগা ও মোস্তফা মেম্বার বহিরাগতদের কাছে থেকে টাকা নিয়ে শ্বশান দখলে নেপথ্যে সহায়তায় বসত ঘর নির্মাণ ও পজিশন বিক্রি করেছে। এছাড়াও ৩টি পুকুর মসজিদের নামে বহিরাগতদের কাছে ইজারা দিয়ে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় সাঁওতাল সম্প্রদায়ের অধিবাসিদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা শ্বশান উদ্ধার ও অবৈধ দথলদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলী বলেন, এমন অভিযোগের বিষয় তার জানা নাই, তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য (মেম্বার) মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, শ্বশান দখল হয়েছে সত্য তবে এর সঙ্গে তিনি সম্পৃক্ত নন।

সংবাদটি শেয়ার করুন...