TadantaChitra.Com | logo

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানবতার কল্যানে নিরন্তর ছুটে চলা এক নারী

প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২১, ১১:০৬

মানবতার কল্যানে নিরন্তর ছুটে চলা এক নারী

মানুষ মানুষের জীবন জীবনের জন্য, এমন শ্লোগান বাস্তবায়নে নিরন্তর ছুটে চলছেন তিনি। কখনো একা, কখনোবা সঙ্গে স্বজন বা পরিচিত কেউ। রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্তে খুঁজে খুঁজে বের করছেন গীরব অসহায় দিন মজুর মানুষদের। যাদের সাধ্য নেই দিনের তিন বেলায় পেট পুরে দুমুঠো ভাত খাওয়ার। আসলে এর মধ্যে কোনো স্বার্থ আছে? না। তাহলে কেন করোনা পরিস্থিতিতে ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আইনজীবী ফারহাত জাহান শিরিন।

হ্যা শুধুমাত্র অসহায় বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াবেন বলেই তাদের কয়েক ভাইবোনের উদ্দ্যোগ। নিজে দেবর আমেরিকা ও দুবাই প্রবাসী ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় এগুলো করছেন তিনি। প্রতি রমজানের আগে বস্তাভর্তি চাল ডাল খেজুর তেল ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সবার হাতে। দেখে দেখে খুঁজে খুঁজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করছেন।

২০০৩ সালে ৮০ জন মিসকিনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এখন পর্য ন্ত চালিয়ে যাচ্ছেন সামাজিক এ কাজটি।

জানতে চাইলে এই আইনজীবী বলেন, এবারের রমজানে ২৫ কেজি চাল, ছোলা ডাল ২ কেজি করে।চিনি ২ কেজি। সরবত ১ বোতল (রুহ আফজা)।১ কেজি খেজুর। ২কেজি লবন। ২ কেজি পিয়াজ ২ কেজি আলুর সমন্বয়ে বস্তা বা প্যাকেট তৈরী করে ৪০০ মানুষের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। গত বছর করোনার মধ্যে ১২০০ জনকে প্যাকেট দিতে সক্ষম হয়েছি।

কোন কোন এলাকায় বিতরণ করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুর্বাচল পল্টন কাকরাইল হাইকোর্ট ফার্মগেট মহাখালি এয়ারেপোর্ট, কালসি আশুলিয়া কালশী মিরপুর ১, ২ ১০ ১১ ১২ ১৩ ১৪ মোহাম্মাপুর উত্তরার দক্ষিন খান, মানিকগঞ্জ সাটুরিয়া, ধামরাই এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেছি।

এ কাজে আর্থিকভাবে সহয়োগিতা করছেন আমার ভাই আমেরিকা প্রবাসী সৈয়দ মুহাম্মাদ আব্দুল হক, আবুধাবি প্রবাসী সৈয়দ আসাদ আলী, আমার ছেলে কানাডা প্রবাসী এসএম মহায়মিন আহমেদ (সাঈদ)। এছাড়া এ কাজে সহযোগিতা করেছেন ফারহাত জাহান শিরিনের স্বামী এসএম মকবুল আহমদ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।