TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতিহাস গড়ল শান্ত-মুমিনুল জুটি, মাত্র ৫ বলের জন্য যে রেকর্ড হয়নি

প্রকাশিত : এপ্রিল ২২, ২০২১, ০৯:৩১

ইতিহাস গড়ল শান্ত-মুমিনুল জুটি, মাত্র ৫ বলের জন্য যে রেকর্ড হয়নি

স্পোর্টস ডেস্ক : ১৬৩ রান করে লাহিরু কুমারার ফিরতি ক্যাচে আউট হলেন নাজমুল হোসেন শান্ত। অবশেষে ভাঙল শান্ত-মুমিনুল জুটি।

তবে জুটি ভাঙার আগেই ইতিহাস গড়লেন শান্ত।

আউট হওয়ার আগে শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে তৃতীয় উইকেটে ২৪২ রানের জুটি গড়েন শান্ত আর মুমিনুল।

বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় উইকেটে সবচেয়ে বড় জুটিটি এখন তাদের। এতদিন ধরে রেকর্ডটি দখলে ছিল মুশফিক ও মুমিনুলের।

২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টে এই শ্রীলংকার বিপক্ষেই ২৩৬ রানের জুটি গড়েছিলেন মুশফিক-মুমিনুল। এবার সেই রেকর্ড ভাঙল শান্ত-মুমিনুল জুটি।

অর্থাৎ দুই রেকর্ডেই জড়িয়ে আছে বাংলাদেশের সাদা জার্সি দলের অধিনায়ক মুমিনুলের নাম।

এখানেই শেষ নয়, আরও একটি রেকর্ডে শামিল হয়েছে শান্ত-মুমিনুলের ২৪২ রানের জুটি। যে কোনো উইকেটে হিসাবে করলে এটি দেশের পঞ্চম সেরা জুটির রেকর্ড।

দেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জুটিটি সাকিব ও মুশফিকের। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

তবে বল মোকাবিলার হিসাবে সবচেয়ে বড় জুটিটি মোহাম্মদ আশরাফুল আর মুশফিকের। ২০১৩ সালে শ্রীলংকার গলে পঞ্চম উইকেটে ৫১৮ বল খেলে ২৬৭ রানের জুটি গড়েছিলেন তারা।

সে হিসাবে শান্ত-মুমিনুলের ২৪২ রানের জুটি তালিকায় দ্বিতীয় অবশ্যই। পাল্লেকেলে টেস্টে ২৪২ রানের জুটিতে শান্ত ও মুমিনুল খরচ করেছেন ৫১৪ বল। মাত্র ৫ বলের জন্য প্রথম হতে পারেনি এ জুটি।

তবে যাই হোক অনেক ইতিহাসের সাক্ষী অধিনায়ক মুমিনুলের সঙ্গে এবার শ্রীলংকায় ইতিহাস রচনা করলেন শান্ত।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।