হবিগঞ্জ অনলাইন টিভি সাংবাদিক ইউনিটির সভাপতির মায়ের মৃত্যুতে শোক

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৫ years ago

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ অনলাইন টিভি সাংবাদিক ইউনিটির সভাপতি ও এটিএন বাংলা র হবিগঞ্জ প্রতিনিধি  আবদুল হালিম এর মাতার  মৃত্যুতে অনলাইন টিভি সাংবাদিক  ইউনিটির নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

শোক সন্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেন  ইউনিটি”র  সহ-সভাপতি অপু চৌধুরী, এস এম আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী,  সিনিয়র সহ-সাধারন সম্পাদক  সৈয়দ মশিউর রহমান,   সহ-সাধারণ সম্পাদক মোঃ তাভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ শাহাউর রহমান বেলাল, হবিগঞ্জ জার্নাল এর সম্পাদক সিরাজুল ইসলাম জীবন,  কোষাধ্যক্ষ আল আমিন ফয়সল, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান,দপ্তর সম্পাদক শ্রী পলাশ পাল, ক্রীড় সম্পাদক  আইজেন নিহান শাহনূর শাহ, সদস্য নন্দ দেবরায় নানু, মোঃ ফয়ছল আহমেদ,  মোঃ সুলতানা আহমেদ ও এইচ আর রুবেল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন...