TadantaChitra.Com | logo

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পথের ফুল….নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মে ০৪, ২০২১, ১৫:২৯

পথের ফুল….নীগার সুলতানা ইয়াসমীন

পথের পাশে ফোটে থাকা নাম
না জানা কত অনাদৃত পুষ্প।
ভোরের স্নিগ্ধ আবেশে,
দুপুরের খড় তাপে,
পরন্ত বিকালের সূর্যরশ্মি,
প্রবল বায়ু কিংবা তুমুল বৃষ্টি,
সকল কিছুর সাথে লড়াই করে,
বেঁচে থাকে সগৌরবে।
আপন গন্ধে বা সৌন্দর্যে বিকশিত করে নিজেকে।

আমরা কখনো তাদের পায়ে দলিত করি,
কখনো আগাছা ভেবে করি তুচ্ছ,
পক্ষান্তরে মানব জীবনেও আছে,
অবহেলিত ছিন্নমূল ,পথের ধারে করে
বসবাস পথকলি নাম দিয়ে
করেছি যাদের শ্রেনীবিন্যাস।
তাদেরকে নিয়ে বলি কত কথা,
শিশু দিবস আসিলে সাজিয়ে গুছিয়ে
তাদেরকে করি প্রর্দশন।

পরের দিন শ্রমের ভারে তারা হয় জর্জরিত,
কিংবা অন্য বাড়ির কাজ করিতে করিতে হয় ক্লান্ত,
নতুবা প্রভুদের দ্বারা বেদম পিটুনিতে হয় রক্তাক্ত।
প্রকৃতি আর মানব জীবন একই সূতায় বাঁধা
অজানা পুষ্প কিংবা পথকলি তাদের
আমরা ভালবাসার পরশ বুলিয়ে কাছে টেনে নিলে,
তারাও পরিস্ফুটিত হবে নানা বর্ণে বা গুনে।
তারা আপন মহিমায় পরিনত হবে পথের ফুলে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।