TadantaChitra.Com | logo

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গাছ সুরক্ষায় হই জাগ্রত…নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মে ০৭, ২০২১, ০৩:৫৭

গাছ সুরক্ষায় হই জাগ্রত…নীগার সুলতানা ইয়াসমীন

গাছের নিরব প্রান, কাটলে ফিনকি দিয়ে রক্ত বের হয় না, চিৎকার করে প্রতিবাদও করতে পারে না। তাই তাদের কেটে নিজেদের শক্তি প্রদর্শন করছেন? অথচ ভুলে গেলেন আপনারাও একদিন বিধাতার সৃষ্ট চারা ছিলেন। যে গাছ কেটেছেন সেই গাছের ছায়াতে বসে খেলেছেন কিংবা রোদের কিরনে ঘাম ঝরা দেহকে তার পল্লবের সমীরনে শীতল করেছেন। তারই ফলমূল খেয়ে বড় হয়েছেন অথচ তাদের প্রতি মায়া আনতে পারলেন না। তাদের কেটে বলছেন নতুন আরো অনেক গাছ লাগাব, প্রশ্ন আসে মনে, নতুন গাছ কি পুরানোর বিকল্প হবে? পুরানো মানে কি অবহেলিত? তাহলে একদিন আপনিও পুরানো মানে বয়স্ক মানুষ হবেন, তখন সমাজ আপনাকে অবহেলিত নয়নে দেখলে কেমন লাগবে আপনার। তাই বলি পুরানো কেটে নতুন লাগাব, এই যুক্তি দেখাবেন না। গাছেরও বাঁচার অধিকার আছে। প্রাকৃতিক নিয়মে তাদের বিনাশ হতে দিন। তাই ভাবুন যখন গাছ কাটছেন কুড়ালটি নিজের পায়ে মারছেন, শোভা বর্ধনের তাগিদে কিংবা উন্নয়নের কথা বলে পুরানো গাছ কাটবেন না পুরানো গাছকে সাক্ষী রাখনু আমাদের ইতিহাসের। তারা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। তাদের থেকে পায় আমাদের বেঁচে থাকার উপাদান। তাই কেটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করবেন না।গাছকে সুরক্ষায় জাগ্রত হউন সকলে। এই দাবী জানাই। যারা নিরব প্রানকে কেটে ফেলে রেখেছে তাদের ধিক্কার জানাই আর স্যার পি. স. জগদীশ কুমারের ভাষায় বলি – ” গাছ কাটা আপনার নখ কাটার মতো নয়, তবে শ্বাস কাটানোর মতো।”


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।