TadantaChitra.Com | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিবাদী.. নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মে ১৮, ২০২১, ০৬:২৫

প্রতিবাদী.. নীগার সুলতানা ইয়াসমীন

তোষামোদে পটু যারা,
আঁধারে আঁধারে চলে তারা।
তাদের অন্যায়ের দৌরাত্ব,
বেড়ে চলেছে মাত্রাতিরিক্ত।
তারা থাকে সদা ক্ষুদার্ত,
দূর্নীতি করে তাই পরতে পরতে।
তাদের ক্ষমতার হাতের খর্গ,
ক্ষত বিক্ষত করে নিত্য,
কাউকে না কাউকে।
সত্য মিথ্যার সংঘাত করে,
সত্যকে করে এলোমেলো।
মামলা হামলা তাদের মুলনীতি।
সময় হয়েছে নিজেকে লুকিয়ে
রাখিবে না আর ছায়ার মতো।
অন্তর্দৃষ্টিকে জাগিয়ে প্রতিবাদী
চেতনাকে উজ্জ্বীবিত করে,
জলন্ত লেলিহান শিখার
মশাল আর শ্লোগানে
বের হও সকলে দিবালোকে।
আর সমবেত কন্ঠে ধ্বনিত করো,
তব শির নয় নত অন্যায়ে মম।
মুক্ত বাক, মুক্ত চিন্তা লয়ে
মুক্ত বিহঙ্গের মতো উড়িব সকলে,
স্বাধীন সোনার বাংলার মুক্ত আকাশে।
অপশক্তির দূর্গ জ্বলিবে ন্যায়ের বিজলীতে।
ভয়ে নয় মন, জয়ে বাজিবে জয়গান।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।