TadantaChitra.Com | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খাদকের পেট হউক জব্দ – নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মে ২০, ২০২১, ০৪:৩৪

খাদকের পেট হউক জব্দ – নীগার সুলতানা ইয়াসমীন

কালো টাকা সাদা করা এই নিয়মটি আমার মতে খুবই খারাপ। এই নিয়মের কারনে হয়ত দূর্নীতি বেড়ে গিয়েছে অবৈধ টাকা যখন বৈধ হয়, তখন দূর্নীতিবাজদের আনন্দের কারন হয় সাথে সাহস বাড়ে।

দূর্নীতি করতে উৎসাহিত হয় ।তাদের লিপ্সা, সীমাকে অতিক্রম করে । ভাবে তাদের ধরার কেউ নেই,
বৈধ করে সমাজে নিজেকে সৎ মানুষের কাতারে রাখব।
তাই দয়া করে এই নিয়মটি বাদ দিয়ে টাকাকে যারা কালো বানায় তাদের রোধ করুন, সম্পদের হিসাব নেন, তাদের হিংস্র থাবা থেকে দেশকে রক্ষা করুন।
তাদের পাশে নয়, কঠোর হউন।
তাদের কারনে দেশের সমতার ভারসাম্য নষ্ট হচ্ছে।
এক শ্রেনীর আকাশ ছোঁয়া সম্পদ
আরেক শ্রেনী কালকে কি খাবে ভাবতে হচ্ছে ,
এক শ্রেনী নসীব ওয়ালা
আরেক শ্রেনী বদ নসীব, শোষিত।
তাই তাদের কালো টাকাকে বৈধ ছাড়পত্র না দিয়ে বাড়তি আয় কেড়ে নিয়ে অসহায়দের মাঝে বিতরন করুন, তাদের স্হায়ী ঠিকানা করে দেন,
তারাও ভাবুক শুধু বড়লোকের দেশ
কিংবা বিদেশে বাড়ী হয় না, তারাও এদেশের মালিক, সম অধিকার তাদের ও আছে।
সবাই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বাধীন দেশের নাগরিক
দশে মিলে গড়ি দেশ,
নয় কোন ভেদাভেদ,
খাদকের পেট হউক জব্দ,
দেশ হবে উন্নত।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।