TadantaChitra.Com | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতার ৫০ বছর – নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মে ২১, ২০২১, ০৪:৫৯

স্বাধীনতার ৫০ বছর – নীগার সুলতানা ইয়াসমীন

স্বাধীনতার ৫০ বছরে দেশ এগোচ্ছে
নাকি পেছনে চলে যাচ্ছে ভাবতে ভাবতে
নিজেকে সাদা কালো যুগে প্রবেশ করিয়ে
দেখলাম, মুখ ও মুখোশ সবাক ছিল,
জীবন থেকে নেয়া শক্তি ছিল, বঙ্গবন্ধু, মওলানা ভাসানীর সাদা পান্জাবীর সততা ছিল, জিয়ার সাদা গেঞ্জির ঘামের সুঘ্রান ছিল, কৃষকের হাসি ছিল, গোলা ভরা ধান ছিল, ফরমালিন মুক্ত মাছ ছিল, ভেজাল বিহীন খাদ্য ছিল, মানুষে মানুষে ভালবাসার জোরালো বন্ধন ছিল।
সবাই মিলে সিনেমা দেখার পরিবেশ ছিল।
সাদা খামে ভরে মন উজাড় করে লিখে চিঠির
আদান প্রদানে অপেক্ষার মধুর প্রহর ছিল।
দূর্নীতির ডালপালা বিস্তার কম ছিল,
ভেদাভেদ কম ছিল, কোলাকুলিতে আনন্দ ছিল।
সর্বপুরি মেধার বিকাশ ছিল।
তাহলে পেছনে গেলে সব ভালইতো পাচ্ছি আর সামনে কেবল রঙ্গিন চাকচিক্যের ভিড়ে বিলাসিতা বেড়েছে, ধনী গরীবের বৈষম্য, নকল, ভেজাল, দূর্নীতির জাল মাকড়াসাকেও হার মানায়, কৃষকের মাথায় হাত, নেই কোন ভাল সিনেমা তৈরীর আগ্রহ, হলে নেই মানুষ যদিও কেউ যায় বখাটের শিসে কানে দেবে জ্বালা।
ফেইস বুকে নোংরা ভাষার ব্যবহার, মেধা যাচ্ছে হারিযে জ্ঞানের চর্চা কম, তবে দুষ্ট বু্দ্ধির নেই জুড়ি।
আছে কেবল কাকে ফাঁদে ফেলে টাকা করা যায় আয়।
বড় বড় ইমারতের ভিড়ে আকাশ গেল আড়ালে, উন্মুক্ত জাযগা গেল প্রায় হারিয়ে , গাছ করে উন্নয়নের নামে বিলীন, পারিবারিক কিংবা সামাজিক বন্ধন কমে এতই দূরত্ব মনে হয় ভালবাসা মিছে মাঝখানে আছে কেবল স্বার্থ কিংবা ক্ষমতার দাপট।
তাই সময় এসেছে ভাবুন সকলে সামনে হয়ত
এগোচ্ছি কিন্তু অবক্ষয় হয়ে হয়ে যা আমাদের
আগামী প্রজন্মের জন্য শুভ নয়।
তাই আমার আকূল আবেদন ক্ষমতার দাপটে নয়, সকলকে নিয়ে সৎ, সত্য, সততা, সুন্দর, স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত করুন, সকলের তরে সকলে মোরা বৈষম্য নয়, মুক্ত চিন্তা, মুক্ত বাক এগোবে স্বদেশ, বিশ্ব হবে অবাক।
বিবেক হউক জাগ্রত সকলের সোনার বাংলা মাথা উচু করে এগোবে লজ্জিত হয়ে নয়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।