TadantaChitra.Com | logo

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

প্রকাশিত : মে ২৪, ২০২১, ০৪:২৭

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

অনলাইন ডেস্কঃ দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২৩ মে) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে শনিবার (২২ মে) দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি সম্পর্কে বিশদ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।’

তিনি বলেন, ‘৩০ মে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয় ও দেশের মহানগর, জেলা-উপজেলার বিএনপি সকল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন। ২৯ মে বিকেল সাড়ে ৩টায় জিয়ার জীবনের ওপর কেন্দ্রীয় পর্যায়ে ভার্চুয়াল আলোচনা হবে। ৩০ মে মহানগর, জেলা-উপজেলা ও পৌর কমিটিগুলো জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সকল অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের সুবিধা অনুযায়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে বিএনপি কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে। মহানগর জেলা পর্যায়ের কর্মসূচিগুলোতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে অথবা ভার্চুয়ালি সংযুক্ত হবেন।’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।