TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধৈর্য্যের পাল- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মে ২৭, ২০২১, ১৭:২৫

ধৈর্য্যের পাল- নীগার সুলতানা ইয়াসমীন

ভন্ডের দল গলাবাজিতে সরব,
তিলকে তাল বানিয়ে,
স্বার্থের লাগি অন্যের চলার
পথে দেয় ব্যারিকেড।
মিথ্যার প্রলাপ তাদের আলাপ।
ছলনায় বাস অন্যায়ে ভরা আবাস।
রণতুর্য বাজিয়ে জানান দাও,
ন্যায়ের বিধ্বংসী মিসাইল অন্যায়কে
ভূপাতিত করিবে কোন একদিন।
তাদের তরে কেবলই ঘৃনা।
গোপন আর্তনাদে পোড়া কপাল,
বেদনা বিধুরে থাকিব চিরকাল,
এই ভেবে নয়ন পল্লব ভিজাবে না জলে।
তেজদীপ্ত সূর্যের রক্তিম টীকায়
ললাটের লিখন খন্ডন কর।
ঘূর্ণি হাওয়ার বেগে উড়িয়ে,
দাও শক্রর শিবির,
দুস্তর পথ পাড়ি দাও ঐক্যের তরীতে।
মাঝে মাঝে ছিড়িবে ধৈর্য্যের পাল,
তবুও পশ্চাৎ পথে চলে যে যাত্রী,
কিংবা নিজেদের ধোয়া তুলসী পাতা
ভাবে যারা তাদের পদাংক অনুসরণ নয়,
সত্যের তুফানে ধূলিসাৎ কর তাদের গরিমা।
সত্য চিরন্তন, মিথ্যা অবান্তর।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।