TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোকবর্তিকা শহীদ জিয়া- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : মে ২৯, ২০২১, ১৮:৪০

আলোকবর্তিকা শহীদ জিয়া- নীগার সুলতানা ইয়াসমীন

দৃঢ় মনোবলে লড়েছিলে একাত্তরে
জনতার শক্তিতে মুক্ত হয়ে,
জাতির ক্রান্তিকালে শাসনের ভার
নিয়েছিলে কাঁধে আলোক বর্তিকা হয়ে।
নিন্দুকের মুখে ছাই, জনতা পাশে রই।
তোমার রাজনীতি ছিল ফসলের মাঠে
সোনালী ধানের হাসি।
উদারতা, সততা, মানব মুক্তি ছিল মুলনীতি।
নিজেদের ভাগ্য নিজেদের হাতেই গড়িব,
১৯ দফা উন্নয়নের নবধারা,
ক্ষমতার বিকেন্দ্রীকরণ তোমারই হাত ধরে,
পথে প্রান্তরে ছুটে চলেছে, অবিরাম দেশের কল্যানে।
স্বনির্ভর গ্রাম প্রগতির সোপান,
চাষাবাদে সেচ থাকিবে খরাতে
এই নীতিতে নিজ হস্তে খনন করেছ খাল।
তারই একটি বহে গেছে আমার নানার বাড়ির গাঁ ঘেষে।
নগর কৃত্রিমতার আচ্ছাদনে তুমি ছিলে সবুজের বক্ষে লাল উদিয়মান আশার সূর্য।
আজ ৩০শে মে।
এই দিন রচিত হয়েছিল রক্ত দিয়ে হলি খেলা,
ঘাতকের বুলেটে ঝাঝড়া করে দিল তোমাকে
প্রিয় চট্রলার মাটিতে।
সেদিন অঝোরে বরষনে প্রকৃতিও কেঁদেছিল তোমার সনে
তুমি আজ শহীদ জিয়া।
আমাদের মাঝে নেই।
তবুও তোমার ধানের শীষের জোয়ারে
ভাসমান আছ কোটি মানুষের হ্নদয়ের গহীনে।
তোমারে শেষ করতে চেয়েছিল যারা,
ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে তারা,
আর তুমি সকলের চোখেরমনি হয়ে,
বাংলার ঘরে ঘরে জ্বলছ ভালবাসার দ্বীপ শিখাতে।
তুমি থাকবে আমাদের মাঝে।
যতদিন পদ্মা যমুনা বহমান রবে।
ভালবাসি তোমায়, ভুলিব না তোমায়।
তোমার মৃত্যু দিবসে শ্রদ্ধাঅন্জলি জানাই
আমার কবিতার কথামালা দিয়ে।

#30thOfMay
#DeathAnniversary
#ZiaRahman


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।