TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কালো- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জুন ১০, ২০২১, ১৮:২৭

কালো- নীগার সুলতানা ইয়াসমীন

আকার, আয়তন, আয়, ব্যয় ঘাটতি
কিছুই আমি বুঝি না।
দেশে অনেক মাথা আছে তারা করিবে বিশ্লেষণ।
আমার ব্যাথা কেবল একটাই,
মধ্যবিত্ত শোষিত, গরীব অবহেলিত, ধনী পূজিত।
কেউ বৃষ্টি বিলাসী, কেউ বৃষ্টির পানিতে ভাসে।
কারো চাল তেলে টাকা ফুরায়, কারো বস্তায় টাকা রয় কেউবা অবৈধ টাকাকে নামকরন করে কালো রঙে।
তারা কি জানে না আঁধার ছাড়া আলো আসে না?
কালো মেঘের সৃষ্টি, অঝোরে বৃষ্টি নামে।
কালো কেশ দেখিতে বেশ।
মুগ্ধতায় হারায় , বয়ানে রত থাকে কতজনে।
তাহলে অবৈধ টাকাকে কেন কালো বলিবে?
আমরা সাদা কালোর ঐক্য করিতে চাই
তারা করে বিভেদ সৃষ্টি।
যখন অবৈধ আয় করিতে নেই লজ্জা,
তখন টাকাকে কালো রঙ্গে সজ্জিত নয়, অবৈধ বলিবেন।
আরো একটা আর্জি টাকা পাচারকারীরা,
দেশ ও দশের কথা ভাবুন
এখনই সময় পূন্য করার,
বাঁচার পথ পাবেন না কেউ,
জীবন যেতে লাগে না বেশিক্ষন,
জীবনের প্রশান্তি ত্যাগেই শান্তি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।