TadantaChitra.Com | logo

৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবা দিবস ২০২১, আলোকিত নক্ষত্র – নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জুন ২০, ২০২১, ০৫:০৯

বাবা দিবস ২০২১, আলোকিত নক্ষত্র – নীগার সুলতানা ইয়াসমীন

সবাই ঘুমের ঘোরে,
আর একাকী আমি নিঝুম রাতে,
পেঁচার মতো চোখ গোল গোল করে কি যেন খুঁজছি?
মাঝে মাঝে চড়ুই পাখিদের কিচির মিচির শব্দে
বিভোর মনে একটু সাড়া জাগে,
আবার কখনো বেওয়ারিশ কুকুরের বিলাপে,
বুকের ভেতর হারানো বেদনার করুন সুর বাজে।
বিচলিত মম বারে বারে আকাশের পানে চায়।
আচমকা হাজারো তারার মাঝে আলোকিত নক্ষত্রটি
মনে হলো আমার সনে কয় কথা।
তুমি নও একা, আমি আছি তোমার সঙ্গে।
জীবনের পরতে পরতে ছায়ার মতো
তোমার আশে পাশে বিরাজ করিব।
তোমার কর্মে, চিন্তায় ভালবাসায় বাঁচিয়া থাকিব
যতদিন তুমি আমায় রাখিবে মনে।
মরুভূমির বুকে এক বিন্দু জল যেমন আশির্বাদ
হাহাকারে ভরা হ্নদয়ে আলোকিত নক্ষত্রের
ঝলক বাবার রুপ তব আনন্দে আটখানা।
প্রান খুলে চিৎকার করে আমিও বলিলাম,
বেঁচে আছি কিন্তু মাথার উপর ছায়া নাই,
সবার মাঝে আছি তবুও খুঁজি তোমায়।
গল্পে, আনন্দে কাটায়, হঠাৎ শূন্যতায় হারায়।
স্বপ্নে তোমায় পায়, নয়নের জলে মুছে যায়।
শ্বাসের ভেতর দীর্ঘশ্বাস বসত করে।
অন্যায়ের প্রতিবাদে একা আমি লড়ি, তোমার
জোরালো কন্ঠ কানে ধ্বনিত হয়, সন্মুখে নেই তুমি।
তোমার সাজানো বাগিচা আজ
স্বার্থের লাগি এলোমেলো।
তবু ঝড়ো হাওয়ায় তোমার আদর্শ লালিত বুকে
সাথে সংঘর্ষ করে ফুটে আছে কিছু বিষাদের ফুল।
তুমি গেলে অচিন দেশে, ফিরিবেনা কখনো
একরাশ আবদার করি তোমায়, মাঝে মাঝে
দেখা দিও মোরে আলোকিত নক্ষত্র হয়ে,
জমানো কথা বলিব এপার ওপার নিরব রাতে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।