করোনা মূর্খ নয়..ফাইয়াজ ইসলাম ফাহিম

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৪ years ago

করোনা ধার্মিক
আমলা, মূর্খ
কাউকে করে না ভয়,
তাই করোনা কে ভয় করো
ঠাট্টা নয়।

করোনা পাপের হোক
আর সাপের হোক,
করোনা মহা ভয়ংকর
করোনা চিনে না কে আপন কে পর?

করোনা শুধু জানে
মানুষ খেতে,
করোনা থেকে
মুক্তি পেতে চাইলে
মাস্ক লাগিয়ে রাখো মুখের সাথে।

করোনার কবে হবে ক্ষয়
জানে না কেউ,
সারাবিশ্বে চলছে
করোনার ঢেউ।

করোনা ধরবেনা আমায়
এই ধারণা ভুল,
করোনা বিধি মেনে চলো
নচেৎ হারিয়ে ফেলবে জীবনের কূল…

সংবাদটি শেয়ার করুন...