TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৃজিত আত্না- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জুলাই ০২, ২০২১, ০৬:০৫

সৃজিত আত্না- নীগার সুলতানা ইয়াসমীন

হে অন্তর্যামী আকূলচিত্তে,
সমর্পন করি নীরব নির্জনে।
আইনের শাসনে বিচ্যুতি, সততা লুন্ঠিত।
ক্ষমতার দাপটে মানবাধিকার খন্ডিত,
তার মাঝেও সন্মুখ পথে অগ্রসর হয়,
তোমার শক্তিকে কবচ বানিয়ে।
ধরনীর বুকে প্রতিকূল তরঙ্গে,
নৌকার দাঁড় টানি সত্যের আশ্রয়ে।
দু:খকে গ্রহন করি তোমারই
মঙ্গল হস্তের দান ভাবিয়া।
ধৈর্য্যের বলয়ে আবিষ্ট,
দম্ভের দ্বারা নহে, স্বার্থের দ্বারা নহে,
হ্নদয় বিকশিত করি মনুষ্যত্বের বিচ্ছুরণে।
তুচ্ছ ধনের আড়ম্ববে মোহে বিলীন নহে
মহত্বের গৌরবে তব আপন প্রান,
উদ্ভাসিত করিতে চায়,
তুমি যদি থাক সহায়।
দুই কাঁধে দুই স্বর্গীয় দূত,
বসিয়ে দিয়েছ প্রহরীর বেশে,
লেখনী চলে তাদের পাপ পুণ্যের,
হিসাবের তরে লৌকিক জীবনের।
ক্ষুদ্র মম ভারী করিতে চায়,
ভালোয় ভালোয় হিসাবের পাল্লা।
তোমার কল্যানময় জ্যোতিতে,
আলোয় আলোয় পুর্ণ করিতে চায়,
তোমারই সৃজিত আত্না।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।