TadantaChitra.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিবেকের দহনে জ্বালাও প্রান-নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জুলাই ১২, ২০২১, ১৫:৫৫

বিবেকের দহনে জ্বালাও প্রান-নীগার সুলতানা ইয়াসমীন

সকল প্রানীই মৃত্যুর স্বাদ পাবে
কেননা জন্ম হলেই মৃত্যু অবধারিত,
সেটাই বিধাতার রীতি।
কিন্তু যে মৃত্যু অন্যের গাফিলতির
জন্য হয়, নিয়ম নীতি না মানার
জন্য হয় তাকে গ্রহন করা কি যাই?
বিবেকের কাছে প্রশ্ন করুন, হে দুর্ঘটনা
হতে পারে, আগুনও লাগতে পারে, বিপদ
অনেক সময় বলে কয়ে আসে না, তাও মানছি।
শুধু মানতে পারছি না, বিপদ থেকে উদ্ধার
হওয়ার জন্য কেন কোন ব্যবস্থা ছিল না?
সেখানে অনেক বিকল্প ব্যবস্থা কেন ছিল না
এর জবাব চাই, কেন সেখানে শিশুরা কাজ
করবে? নিষ্পাপ কলিদের বিকশিত না করে
তাদের অধিকার হরন করে কেন ছাইয়ে পরিনত
করা হল, আছে জবাব, ভাবুন নিজেদের সন্তানদের
কথা, তাদের সুখের জন্য কি করেন,
তাই আজ সমবেদনা জানাতে জানাতে
ক্লান্ত হ্নদয় প্রতিকার চাই, সমাধান
চাই, প্রতিবাদ করি তাদের অধিকারের
জন্য, নিশ্চয়তা চাই তাদের জীবনের
যাদের আপনারা শ্রেনী বিন্যাস করে
পায়ে দলিত করছেন, যাদের ঘামে
টাকার পাহাড় গড়ছেন, যাদের রক্তে,
চোখের জলে নিজেদের স্বপ্ন বুনছেন।
আভিজাত্যের আড়ালে মনুষ্যত্ব
হারাবেন না, অহমিকা নয়, তাদের আর্তনাদ
হ্নদয়ে অনুভব করুন, বিবেকের দহনে জ্বলে
নিজেদের আত্নশুদ্ধি করে তাদের পাশে
দাঁড়ান, তারাই আপনাদের শক্তি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।