TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নয়নের জলে মনের ভাষা- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জুলাই ১২, ২০২১, ১৬:০৯

নয়নের জলে মনের ভাষা- নীগার সুলতানা ইয়াসমীন

আজি কোথায় পাব ঠাই?
ক্লান্ত হ্নদয়ে সুখের বাসনায়
জীবনের তরী বাই।
কূল নাহি পায়,
ভেসে যায় দূরে।
এমনি সময় পেয়েছি
একখানা চিলে কুটির।
শান্তির নীড় হবে মোদের
পলে পলে রচিত করি
জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র আশা।
ভরা আনন্দে ছুটে চলে মন।
উপহার পেয়ে হয়েছি ধন্য,
ভেবেছিনু করেছে মোদের গন্য।
হঠাৎ ছুটাছুটি চারিদিক,
বিকট শব্দে ঝরে পরে সবই,
নয়নের জলে মনের ভাষা ডুবে।
মোদের তরী নিয়া খেলছে যারা
পদে পদে অন্যায় করছে তারা।
তারা সাজায় সুখের রাজ,
মোদের মাথায় ভাঙ্গে ভাবনার বাজ।
মহৎ উদ্যােগ হয়ে গেল তাদের উৎকোচ।
তারা চলে গরবে মোদের বরাদ্দ নিয়ে।
রই মোরা চুপ,
যতই দাও দুখের বান,
দাঁড়িতে দেব জোরে টান,
সুখের ডাঙায় ভিড়ব,
যদি যাক আপন প্রান।
আকূল প্রান কাঁদে,
বিচার হয়না দেখে,
বিধাতা যেদিন তোমাদের
পালের রশি টানিবে কষে,
দিক বিদিক ভাসিবে,
কূল পাবে না খুঁজে,
তব ক্ষুদ্র আত্না কর শুদ্ধ,
পূন্যের খাতায় নামটি লিখে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।