সাভার-আশুলিয়ার তিন সড়কে যানজট

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৪ years ago

উপজেলা প্রতিনিধি, সাভারঃ ঈদযাত্রায় সাভার ও আশুলিয়ার তিনটি সড়কের যানবাহনের চাপ রয়েছে। এতে থেমে থেমে চলছে পরিবহন। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।

সোমবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।

ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির চাপ রয়েছে। গাবতলী অংশে গাড়ির কিছুটা ধীরগতি দেখা গেলেও অন্য অংশে স্বাভাবিকভাবেই চলছে গাড়ি।

বাইপাল-আব্দুল্লাহপু সড়কের জামগড়া, ইউনিক, নরসিংহপুর, জিরাবো ও আশুলিয়ায় গাড়ির চাপ রয়েছে। এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ডে কচ্ছপ গতিতে চলছে পরিবহন। আবার যানজটও দেখা দিচ্ছে।

সাভার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রবিউল ইসলাম বলেন, ‘সকালে থকে সড়কেই কোনো যানজট ছিল না৷ সকালের পর থেকেই কিছুটা গাড়ির চাপ বেড়েছে। তবে ট্রাফিক পুলিশ সড়কে রয়েছি। খুব তাড়াতাড়ি সড়ক স্বাভাবিক হয়ে যাবে।’

সংবাদটি শেয়ার করুন...