TadantaChitra.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হুইস্কি… বোতলের দাম ১ কোটি শুনেই চোখে ধাঁধাঁ নেশাখোরদের

প্রকাশিত : জুলাই ২৩, ২০২১, ০৬:৩১

হুইস্কি… বোতলের দাম ১ কোটি শুনেই চোখে ধাঁধাঁ নেশাখোরদের

বিশ্বের সব থেকে পুরনো এই হুইস্কির বোতল নিলামে বিক্রি হল ১ কোটির টাকার কিছু বেশি দামে৷

ওয়াশিংটন: এক বোতল হুইস্কির দাম এক কোটির বেশি! এই হুইস্কি পান করতে হবে না, শুকলেই কাফি, বলছেন নেশারুরা৷ ২৫০ বছরের পুরনো এই হুইস্কির স্বাদ-গন্ধই তো আলাদা৷ তাই তো নিলামে ওঠা মাত্র এর দাম গড়াল ১ কোটি টাকারও বেশি৷ অরিজিনাল দামের থেকে ৬ গুণ বেশি দামে বিক্রি হল এই অতিউত্তম সুরা৷ অতি পুরনো এই হুইস্কি ১৮৬০ সালের যা জে পি মরগ্যানের অধিনে ছিল৷

বোতলের উপর সেঁটে থাকা স্টিকারে লেখা, এই বরবন (হুইস্কি) ১৮৬৫-র আগের তৈরি৷ মিস্টার জন পিয়ারপয়েন্ট মরগ্যানের এস্টেট থেকে এটি এসেছে এবং তাঁর সেলারেই রাখা ছিল দীর্ঘদিন৷ মিস্টার মরগ্যানের (Mr. John Pierpoint Morgan) মৃত্যুর পর এই অতি পুরনো হুইস্কি উদ্ধার করা হয়েছে৷

প্রথমে ২০ থেকে ৪০ হাজার ডালার দিয়ে এটি কিনে নেয় স্কিনার ইনক নিলাম সংস্থা৷ পরে ৩০জুন ম্যানহ্যাটনের গবেষণা সংস্থা মরগ্যান লাইব্রেরি (Morgan Library) ১৩৭৫০০ ডলার দিয়ে এটি কিনে নেয়৷ ভারতীয় মুদ্রায় যা ১ কোটি টাকারও বেশি৷ এমন নাকি তিনটি বোতল ছিল মরগ্যান সাহেবের কাছে৷ যার মধ্যে এখন এই একটিই রয়ে গিয়েছে৷ তবে এই হুইস্কির স্বাদ কতটা উপভোগ করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে৷ কারণ ১০ বছর পর্যন্ত বন্ধ হুইস্কির বোতল পানযোগ্য৷ তারপর আর সেটি পান করা যায় না বলেই জানাচ্ছে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা৷ বোতলের মধ্যে থাকা তরল পরীক্ষা করে জানা গিয়েছে যে, এটি ১৭৬৩ বা ১৮০৩ মধ্যে তৈরি৷ যার অর্থ ১৭৭০-র মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় তৈরি এই সুরা এবং এর কোনও না কোনও ভাবে বিপ্লবের সঙ্গে এর যোগ রয়েছে৷ মনে করছে নিলাম সংস্থা৷

যদিও বোতল বন্দি এই তরল সব থেকে পুরনো নয়৷ বাল্টিক সমুদ্রে ১২ ইঞ্চির একটি বোতল উদ্ধার হয়, যা আরও বেশি পুরনো বলে জানা গিয়েছে৷ এই বোতলের মধ্যে যদিও রয়েছে জল, যা অতি উন্নতমানের বলে মনে করা হয়৷ একে বলে হয় সেল্টারস (Selters)৷ জার্মানির লাক্সারি ওয়াটার ব্র্যান্ড এটি৷


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।