TadantaChitra.Com | logo

১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেরি পেতে ঘাটে ২-৩ দিন অপেক্ষা!

প্রকাশিত : আগস্ট ২০, ২০২১, ১০:১৫

ফেরি পেতে ঘাটে ২-৩ দিন অপেক্ষা!

অনলাইন ডেস্কঃ পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলা ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বাড়তি যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট এলাকায় তৈরি হচ্ছে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি। পণ্যবাহী যানবাহনকে ফেরি পেতে অপেক্ষা করতে হচ্ছে দুই থেকে তিনদিন পর্যন্ত। এতে ভোগান্তির পাশাপাশি বেড়ে যাচ্ছে তাদের পরিবহন খরচ। ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান।

শুক্রবার (২০ আগস্ট) সকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত তিন কিলোমিটারজুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে রয়েছে কিছু যাত্রীবাহী যানবাহনও।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঘাট এলাকার যানজটমুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রয়েছে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল কাঁচামালবোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার হতে দেখা যায়।

পণ্যবাহী ট্রাকের চালক হালিম সরদার, মারুফ হোসেনসহ কয়েকজন জানান, তারা দুইদিন গোয়ালন্দ মোড়ের সড়কে আটকে থাকার পর দৌলতদিয়ায় এসেছেন। তাদের মতো শত শত ট্রাকচালকদের এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে উভয় ঘাটে সিরিয়াল তৈরি হচ্ছে। দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক যানবাহন ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।