TadantaChitra.Com | logo

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যমুনা এক্সপ্রেস ট্রেনে -এম.এস রবিউল ইসলাম

প্রকাশিত : আগস্ট ২০, ২০২১, ১৮:৪৪

যমুনা এক্সপ্রেস ট্রেনে -এম.এস রবিউল ইসলাম

ঢাকা হতে সরিষাড়ী যমুনা এক্সপ্রেস ট্রেনে,
দরজার কাছেই সিট পড়েছে নাম্বার ইলেভেনে।

শ্রিপুর এসে ট্রেন দাঁড়াল ক্রসিং হবে বলে,
সহসা দরজায় মহিলার প্রবেশ বাচ্চা নিয়ে কুলে।

জীর্ণ শীর্ণ বস্ত্র পড়নে হাপাচ্ছে দীর্ঘশ্বাসে,
সিট থাকিতেও ট্রেনের ফ্লোরে পড়িল সে বসে।

কৌতূহলে আসন ছেড়ে সামনে যখন যাই,
কান্না করে বলিল আমারে টিকেট করি নাই।

বললাম আমি সমস্যা নাই টিটি আমি নই
আপনার কেন এ অবস্থা বলেন নির্ভয়।

শুনে এ কথা মনের ব্যথা আরও গেল বেড়ে,
দু-চোখ ভরা অশ্রু তাহার পড়ছে গড়গড়িয়ে।

কূলের শিশু জল মুছে দিলে একটু হলো শক্ত,
বলল ভাই নির্যাতিত আমি এই দেখুন পিঠে রক্ত।

ক্ষনিকের তরে আচমকা হয়ে স্তব্ধ হলাম আমি,
শুনি এ অবস্থা করেছে তাহার মাদকাসক্ত স্বামী।

উপুস থেকেছি মার খেয়েছি এতে দুঃখ নাই,
বাড়ী থেকে বের করে দিয়েছে এখন কোথা যাই?

বাপে আমার গরীব অতি দিন আনে খায়,
দুটো মেয়ে সাথে নিয়ে কেমনে গিয়ে দাঁড়াই?

এরপরেও ছোট বোন ঘরে বিয়ের বয়স এখন,
পাত্রপক্ষ কি মনে করে দেখবে আমায় যখন?

একবার ভাবি দুনিয়া ছাড়ি চলে যাই চিরতরে,
ফিরতি চিন্তা তাহলে মেয়েদ্বয় বাঁচবে কেমন করে?

ঘটনা শুনি চোখের পানিতে চোখটি গেল ভরে,
কি যে করি সমাধান করি চিন্তায় গেলাম পড়ে।

না জানি কত বোনেরা আজ এমন অবস্থার স্বীকার,
আর কিছু না করতে পারি মাদককে জানাই ধিক্কার।

তারিখঃ ২০-০৮-২০২১
স্থানঃ যমুনা এক্সপ্রেস ট্রেন
সময়ঃ সন্ধ্যা ৭ঃ৩০ থেকে ৯ঃ৩০ বাস্তব ঘটনা


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।