TadantaChitra.Com | logo

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের স্তম্ভ – নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : আগস্ট ২৫, ২০২১, ০৮:১০

দেশের স্তম্ভ – নীগার সুলতানা ইয়াসমীন

সুখ দুখ লইয়ে,
ভাল মন্দ মিলিয়ে,
ক্ষুদ্রের মধ্যে আনন্দ খুঁজিয়া,
নয়নের জলে স্নান করিযা,
হাসির প্লাবনে ভাসিয়া,
বেলা যায় ফুরিয়া,
এইতো জীবনের ছন্দ।
কেহ তাহা যায় ভুলিয়া,
তীব্র তাপে দেখি তাকিয়া।
পরিবর্তনের স্রোতে সমাজের দর্পন
জাতির বিবেক, দেশের স্তম্ভ
সবই গেছে রসাতলে।
চোখ বুজিয়া চাটুকারী করিয়া,
টাকার লিপ্সায় প্রান ভরিয়া,
বদনামের শিরোমণি হইয়া,
ধোয়া তুলসী পাতা সাজিয়া,
মুহুমুহু ধ্বনি ন্যায়ের খনিতে
জীবন আছে তাদের জড়িয়ে,
ছলনার নেই কমতি।
দুই নয়ন মেলিয়া অপরাধ দেখিয়া
সমাজ পাশ কাটিয়া যায়।
বিধাতার ছড়ি রুদ্র কম্পনে
কাঁপিয়া আসিবে যেদিন
বুঝিবে সেদিন দেশের ধন হরন
করিলে রেহাই নাই কভু।
তব ইহকাল পরকালের জোড় মিলিয়া
সামনে চল সাবধানে, তবেই কোন দিকে পা ফসকাবে না কারো।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।