TadantaChitra.Com | logo

১৪ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ | ২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

ভালবাসার অমিতবৃষ্টি- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : আগস্ট ২৭, ২০২১, ০৪:১০

ভালবাসার অমিতবৃষ্টি- নীগার সুলতানা ইয়াসমীন

উপর দিকে থুথু ছিটালে
নিজের গায়ে পরে এসে।
অন্যের দিকে আঙ্গুল তুললে
নিজের দিকে ফিরে আসে।
তাই কঠিন কথা অন্যকে
আঘাত দিয়ে বলো না।
সহজ না হয়ে জটিল হয়।
সকল সফলতা বিফল হয়।
অপরের হ্নদয়ের তার ছিড়ে
নীরবে নিভৃতে দীর্ঘশ্বাস ছাড়ে।
সময় গিয়েছে ছুটে অনেক দূর এগিয়ে,
অতীত নিয়ে টানাটানি,
আনে কেবল হানাহানি।
মৃত্যুের দুয়ার খুলিবে কখন
কেউ জানে না এই ভবে।
তব মনের মাঝারে সকলের তরে
প্রেমের প্রদীপ জ্বালিয়ে,
সার্বজনীন হয়ে নিজেকে
কর নব সৃষ্টি।
তবেই জনতার দৃষ্টিতে,
ভালবাসার অমিতবৃষ্টি,
ঝরিবে মর্মমাঝে আজীবন।
ভালো কর্ম ও মধুর বানীর
সৌরভ ছড়িয়ে দাও চারিধারে।
এই শিক্ষার সুর বক্ষবীণায় বাজিয়ে
মূর্ছনায় রবে শ্রদ্ধা ভরে দেশ ও দশে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

৪৭৩ ডিআইটি রোড তৃতীয় তলা, মালিবাগ রেইল গেট, ঢাকা-১২১৯

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২

মেইলঃ tadantachitra93@gmail.com

সামাজিক যোগাযোগ

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।