TadantaChitra.Com | logo

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমিরুল হাছানের কথায়, মুরাদ নূরের সুরে, বদিউল আলম খোকনের ওয়েব ফিল্মে গাইলেন ফজলুর রহমান বাবু

প্রকাশিত : সেপ্টেম্বর ০৪, ২০২১, ০৯:৪৭

আমিরুল হাছানের কথায়, মুরাদ নূরের সুরে, বদিউল আলম খোকনের ওয়েব ফিল্মে গাইলেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্কঃ বরেণ্য চিত্রপরিচালক বদিউল আলম খোকন ডিজিটাল প্লাটফর্মের জন্য তৈরি করছেন ‘মুর্শিদ’ শিরোনামের ওয়েব ফিল্ম। নন্দিত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু গাইলেন টাইটেল গান ‘মুর্শিদ’। মুরাদ নূরের সুর-সঙ্গীতে গানটি লিখেছেন কবি আমিরুল হাছান।

এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। মুর্শিদ স্বরণে এটাই আমার প্রথম গান। কথা ও সুরের বেশ মেধার সমন্বয় ঘটিয়েছে কবি আমিরুল হাছান ও মুরাদ নূর। তরুণ সুরকারদের মাঝে নূরের পাগলামি আমাকে মুগ্ধ করেছে। আমার দর্শক-শ্রোতারা শীঘ্রই পাবে নতুন কিছু।

মুরাদ নূর বলেন, বাবু ভাই খোকন ভাই দুজনেই আমার ভীষণ শ্রদ্ধার প্রিয় মানুষ। গুণীদের সংস্পর্শে কাজ করতে’ই আমি আনন্দিত হই। তাঁদের কাছ থেকে প্রচুর শেখার সুযোগ পাই। নিজেকে সমৃদ্ধ করা যায়। কবি আমিরুল হাছান এর কথামালায় সুরে সুরে আমি কেবল মুর্শিদকে ডাকার চেষ্টা করেছি। বাবু ভাইয়ের কণ্ঠে এ ডাক তা পূর্ণতা পেলো।

কবি আমিরুল হাছান বলেন, খোকন ভাই, বাবু ভাইয়ের সাথে সৃষ্টিশীল কাজ করা ভীষণ গর্বের। বন্ধু মুরাদ নূর অসাধারণ সুর করেছে। বাবু ভাইয়ের গায়কীতে মুর্শিদের দেখা মেলে। আশা করছি সবার ভালো লাগবে।

পরিচালক বদিউল আলম খোকন বলেন, যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্লাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মান। শীঘ্রই আমরা শুটিং-এ যাবো। তবে, শ্রোতাদের চাহিদায় টাইটেল গানটির স্টুডিও ভার্সন শীঘ্রই ডিজিটাল প্লাটফর্মে শুনতে পারবে। বাবু ভাই শিল্পী ও মানুষ হিসেবে আমার পছন্দের। মুরাদ নূর ইতিমধ্যে তাঁর মেধা দিয়ে আমাদের টীমে অন্তর্ভুক্ত হয়ে আছে। কবি আমিরুল হাছানও গল্প অনুযায়ী ভালো লিখেছে। আশা করছি স্রষ্টার আনুকূল্য লাভের গানটি সবার ভালো লাগবে।

করোনা কালীন সমস্যা কাটিয়ে পৃথিবী ফিরছে তার আপনালয়ে। শিল্প-সংস্কৃতির ক্ষতি কাটিয়ে উঠতে স্ব স্ব সেক্টরের সবাই নতুন উদ্যমে কাজ করতে বদ্ধপরিকর। শীঘ্রই মুর্শিদ গানটি শ্রোতা দর্শকদের জন্য অবমুক্ত করা হবে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।