TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকৃতির সাথে বিনি সূতার ডোরে

প্রকাশিত : নভেম্বর ০১, ২০২১, ০৪:১২

প্রকৃতির সাথে বিনি সূতার ডোরে

“নীগার সুলতানা ইয়াসমীন”

যাত্রাপথে চলছে গাড়ী,
দেখছি আমি তারই মাঝে বসে।
বিশ্বলয়ের অপরুপ দুনয়ন মেলে।
দূর গগনের বুকে সাদা নীল মিলে
প্রান খুলে সাজে।
কখনো বা সাদা তুলোর মতো
ভেসে লুটিয়ে পরে,
সবুজে জড়ানো নীলাদ্রীর গায়ে।
রঙের ছোঁয়ায় মন জুড়ায়।
ইচ্ছে করে তাদের সনে হারায়
সুখ দুখের লুকোচুরির খেলায়।
আলোয় ভরা আকাশে
চিলেরা উড়ে উল্লাসে।
তাদের দেখে মনে জাগে ভাবনা
আমরা মানবজাতি একসাথে চলতে পারিনা,
লোভ , দম্ভ , দন্ধে চলার পথ হয় আলাদা।
বেদনায় মনের কোনে জমে মেঘ
চোখের জলে বরষন, নদীর চরে
ফুটে থাকা শুভ্র কাঁশফুলের দোলায়
উড়িয়ে দিল খুশির ভেলায়l
ইচ্ছে করে নরম কাঁশের গাত্রে
বিছানা পেতে শুভ্রতাকে মিত্র বানিয়ে
গাহি সাম্যের গান
দূর হউক মনের কালিমা,
নয় কোন ভেদাভেদ,
সকলে মোরা এক,
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তারে কয়।
নবীন ধানের শিষে সবুজে ভরপুর।
তাই দেখে অন্তর থেকে করি প্রার্থনা
সোনালীর পরশে বাংলার কৃষকের ঘরে
খুশির আলো ঝরে।
পিঠা পুলির গন্ধে মন আনন্দে ভরে।
ন্যায্য মূল্যের বিচারে
তাদের অধিকার আগে।
এই ভাবনা সকলের মনে জাগে।
প্রকৃতির সাথে বিনি সূতার ডোরে
বাঁধা আমি হারিয়ে যায় মনের হরষে
আর ইতি টানি মনের ভাবের
গন্তব্য এসেছে কাছে
দ্বারে আছে দাঁড়িয়ে স্বজন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।