TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁধন যাবে টুটে- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : নভেম্বর ০৫, ২০২১, ০৫:৩৮

বাঁধন যাবে টুটে- নীগার সুলতানা ইয়াসমীন

স্থির আঁখিতে ভোরের গগনে
আছি তাকিয়ে পলক পরিতে
চাইনা কোনমতে।
আঁধার মিলিয়ে রবি হাসে।
সকলেই মোরা তার সাথে হাসি।
তেমনি অতীতের তিমির দীর্ঘশ্বাস
যা ছিল অন্তরের চিলেকোঠায়।
বিস্মৃতির জ্যোতিতে অবসান হয়ে
হ্নদয় উৎস হতে আনন্দের
ঝর্ণা ধারা বহে জীবনের পরতে পরতে।
খুশির কি সাধ্যি আছে?
তারা যেন শাসন করে
মোদের ভয় দেখিয়ে।
তেলের দাম কিসের লাগি বাড়ে?
রাগের বাজ গর্জন করে ক্ষণে ক্ষণে।
বছর শেষের ক্ষণ গুনিতেছে সকলে।
মহামারী কাটিয়ে আশার আলোতে
কাজে দিয়েছে মন প্রান ভরিয়া।
শীতের আগমনে সাজ সাজ রব।
গরম কাপড় কিনিবে
খবচ বাড়িবে বেশ।
কৃষক কাটিবে ফসল
উঠান ভরিবে সোনালী ধানে।
চারিদিকে খুশির ঢল।
এমনি সময়ে ঘন মেঘ ঘুরে ফিরে
বাংলার মানুষের জীবনে করে আঘাত।
নানা ছলনায় নির্দয় কেন তারা হয়?
মন কাঁদিয়া বেড়ায় সাথে বাতাসে
সুধায় বাংলার ফুল বাগানে
সবাইকে ফুঁটতে দাও সমান তালে।
জনতার কথা ভাব
তাদের তনুমন দুখের বরষনে
স্নান করিবার আগে
আপন করে যাও ছুটে
তা নাহলে বাঁধন যাবে টুটে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।