TadantaChitra.Com | logo

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : নভেম্বর ১১, ২০২১, ০৬:০৮

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, নরসিংদীঃ নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সালাহউদ্দিন মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তিনি বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘিরে বাঁশগাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেনের মধ্যে বিরোধ চলছিলো। নির্বাচনের আগের দিন বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সকালে একজনের মৃত্যু হয়।

বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে ওই ইউনিয়নের ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে রায়পুরায় ১০টি ও নরসিংদী সদরে দুটি ইউনিয়নের ১১৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যানে পদে ৬৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫২ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।