TadantaChitra.Com | logo

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবিচল গিরির মতো -নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২১, ০৮:৪৪

অবিচল গিরির মতো -নীগার সুলতানা ইয়াসমীন

হ্নদয় মম মেঘের বেশে
হাসিয়া,কাঁদিয়া ভাসে
বিশাল গগনে মুক্ত বাতাসে।
কখনো ব‍্যাথার দহনে জ্বলে
গড়িয়ে পরে জলে,
কখনো খুশির আলোতে ঝলে,
কখনো ভাবনায় ভরে
ঘোর অন্ধকার নামে।
বিশ্বভূবনে কি মঙ্গল প্রদীপ নিভে
আশার বরনঢালা স্বপ্নের মতো ভেঙ্গে
শোকের বাতাসে ভারী আগামী।
নিষ্ঠুর খেলা নাকি রবির আহ্বানে
ঊষার আলোতে শীতের শিহরণে
প্রানে জাগিবে নব জাগরণ।
নিদ্রা বিহীন নয়নে আরাধনা
করি হে মোর সৃষ্টিকর্তা
স্বার্থের লাগি মানব জগতে
মানবতা যায় হারিয়ে।
কষ্টের দংশনে তোমার দেওয়া
নিঃশ্বাসে বিষ যেন মিশে।
দুদিনের মেহমান ধরনীর চরণে
শ্বাস নিতে দাও,দীর্ঘশ্বাস নয়।
সকলের হ্নদয় হতে হ্নদয়ে
শিরায় শিরায়
ক্ষনিকের ফুলের সৌরভের
মতো নহে দীর্ঘস্হায়ী ভালবাসা
বাহিত করো হে মোর প্রভু।
কেউ বিলাসে থাকবে
কেউ অন্ন খুঁজবে,
সে দিনের ইতি টেনে
সুখে দুখে বিপদে সকলে
সকলের পাশে দাড়াঁয় যেন
অবিচল গিরির মতো।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।