
তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে আন্ত:জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের অন্যতম সক্রিয় সদস্যকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটককৃত সদস্যর নাম সাহাবুদ্দিন মন্ডল (৪০) সে তালন্দ ইউনিয়েনের মোহর গ্রামের বাসিন্দা মৃত হানিফ মন্ডলের পুত্র। জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তানোর থানার এসআই মুনসুর রহমান, এসআই নাজমুল হক মৃধা ও এএসআই শরিফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে কাগজপত্র বিহীন সাইন ১২৫ সিসি মোটরসাইকেলসহ সাহাবুদ্দিনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাহাবুদ্দিন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নাটোর, নওগাঁ, রংপুর দিনাজপুর এলাকার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে আসছে। আবার অনেক ক্ষেত্রে জাল কাগজ-পত্র তৈরী করে প্রতারণার মাধ্যমে চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছে। কামারগাঁ ইউপি এলাকার দারেচ আলী বলেন ,তার কাছে গাড়ি কিনে আমি প্রতারিত হয়েছি। সে গাড়ির কাগজ না থাকার কারনে তানোর থানা এখন ও জব্দ রয়েছে । এই সিন্ডিকিটের খপ্পড়ে পড়ে তার প্রায় এক লাখ টাকা জলে গেছে । নাম প্রকাশে অনিচ্ছুক মোহর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, কিছুদিন আগেও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন সাহাবুদ্দিন তবে হঠাৎ করে কোটিপতি বনে গেছেন। তানোরের যেসব মানুষের কাছে ইতিপূর্বে সাহাবুদ্দিন মোটরসাইকেল বিক্রি করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া দরকার। তানোর থানার এএসআই শরিফুল ইসলাম ওরফে শরিফ জানান ,এলাকাবাসীর যে সব গাড়ি হারিয়েছে সেসব বিষষে খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সাহাবুদ্দীন বলেন ,তিনি এই গাড়ি অপরিচত এক লোকের কাছে কাগজ পত্র ছাড়াই ৬০ হাজার টাকায় কিনেছেন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ৩৮৯/৪১১/৩৪ ধারায় চুরি মামলা হয়েছে এবং সাহাবুদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ও গাড়ির বিষয়ে প্রতিটি থানায় মেসেজ দেওয়া হয়েছে।
