TadantaChitra.Com | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজ মাওলানা জাহাঙ্গীরকে ফিরে পাওয়ার আকুতি পরিবারের

প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২১, ১৮:২৩

নিখোঁজ মাওলানা জাহাঙ্গীরকে ফিরে পাওয়ার আকুতি পরিবারের

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলমকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।

রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ জাহাঙ্গীর আলমের সন্ধান চেয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ দিন ধরে জাহাঙ্গীর আলমের খোঁজ পাচ্ছে না তার পরিবার।   ফাঁসির আসামি হলেও ছেলেকে একনজর দেখার আকুতি জানিয়েছেন জাহাঙ্গীর আলমের মা জরিনা বেগম।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের দাবি, জাহাঙ্গীর আলম কোনো সন্দেহভাজন জঙ্গি কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি নিজ এলাকাধীন পাচানী রওজাতুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

গত ২২ নভেম্বর বিকালে জাহাঙ্গীর আলম (৩৮) রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন বাবাকে দেখতে যান। আনুমানিক বিকাল পৌনে চারটার দিকে ওই হাসপাতালের সামনের রাস্তা থেকে নিখোঁজ হন তিনি। হাসপাতালের সামনে ও আশপাশে অনেক খোঁজাখুঁজির পরও তাকে কোথায়ও না পেয়ে ২২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানায় গিয়ে সাধারণ ডায়েরি করা হয়।

পরিবারটির পক্ষ থেকে বলা হয়, পরদিন ২৩ নভেম্বর উত্তরা আধুনিক হাসপাতালের সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ভিডিও ফুটেজে দেখা যায়, তিন থেকে চারজন অচেনা লোক তাকে হাসপাতালের সামনে থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এরপর ২০ দিন ধরে তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা বলেছেন, ছেলে নিখোঁজ হওয়ার সংবাদে চিকিৎসাধীন বাবা আরও অসুস্থ হয়ে পড়েছেন। তার দুটি শিশু বাবার জন্য কান্না করছে, স্ত্রী বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের ছোট ভাই জসিম উদ্দিন ভাইকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, আইজিপি বরাবর ৮ ডিসেম্বর লিখিত আবেদন করেছেন। এর আগে ভিডিও ফুটেজসহ উত্তরা র‍্যাব-১ বরাবর আবেদন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অংশ নেন নিখোঁজ জাহাঙ্গীর আলমের মা জরিনা বেগম, তিন ভাই নাসির উদ্দিন, জসিম উদ্দিন ও আস আদ, জাহাঙ্গীর আলমের স্ত্রী হেলেনা আখতার, ছেলে জোনাইদ সাদী (১০), মেয়ে নাবিলা আখতার (আড়াই বছর)।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।