TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালবাসা আত্নার জ্যোতি- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২২, ১৩:০২

ভালবাসা আত্নার জ্যোতি- নীগার সুলতানা ইয়াসমীন

রাতের আঁধার মিলে
প্রভাতের আলো
নয়ন মেলিয়া দেখ
কি শোভা তাতে।
হ্নদয় উৎস হতে
নিত্য নতুন সাজে
ভালবাসা শত রুপে এসে,
অন্তর মেলিয়া দেখ
কি শোভা তাতে।
বদলায় রং অপবাদ প্রচুর।
স্হান ,কাল ,পাত্র ভেদে
মানবকূলের মন নামক
নিয়ামক তারে করে কলংকৃত।
দেয় না সে ফাঁকি
মন যে খেলে লুকোচুরি।
ভালবাসা আত্নার জ্যোতি
জাগিয়ে রাখে প্রান শক্তি।
মরুর কাননে ফোটায় ফুল,
নির্মল করে জগতের ভুল।
রুদ্ধ দ্বারে উন্মুক্ত হাওয়া
পরশে বিলীন ঘৃনা।
হেলায় খেলায় ভালবাসার ক্ষয়ে
জীবন পথহারা রয়।
তারে দাও ঠাঁই
শাশ্বত রুপে মাটির খাঁচায়।
বেলায় বেলায় বিলিয়ে দাও
শূন্যের প্রেমে।
পরিপূর্ণ করো প্রান
ভালবাসাকে কাছে টেনে।
ভরিয়ে তোল জ্ঞানের পুঁথিতে,
জাগিয়ে রাখো আকাঙ্ক্ষাদিপ্ত আঁখিতে,
অরুণ আলোতে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।