TadantaChitra.Com | logo

১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমঅধিকারের দলিল- নীগার সুলতানা ইয়াসমীন

প্রকাশিত : জানুয়ারি ২৪, ২০২২, ১৬:৩০

সমঅধিকারের দলিল- নীগার সুলতানা ইয়াসমীন

গগনের নীলিমা মাখিয়ে
সুখ স্বপনে দুনয়ন আঁকিয়ে,
মনের হরষে চলার পথে
পরান কেঁপে কেঁপে উঠছে।
দ্রুতবেগে সময় ফুরাচ্ছে আজ।
তবে কি শেষ হচ্ছে ধরনীর কাজ?
উষার বারতায় কে যেন ডেকে কয়
মহা প্রলয় ধেয়ে আসছে সন্মুখে।
উড্ডয়ণ করিবে কৃত্রিম রবি পশ্চিম পানে
মানব, ধ্বংস আনিবে নিজ হাতে।
পৃথিবীর স্তর গলছে
মরুর বুকে বরফ জমছে।
উদর ভরছে ধনে
চিত্ত পূর্ণ লোভে।
অসীম ক্ষমতায় রক্ত রাগে গর্জিয়ে উঠে
অসম্মান যেন অভিবাদন
হ্নদয় স্পন্দনে দম্ভের সুর
অনুরাগে সিক্ত নয় বুক।
যে কেদারায় বসে আটকে রয়
সরিতে চায় না কোন মতে।
মানুষে মানুষে ভালবাসা শূন্যের কৌঠায়।
কেউ নাহি জানি
কাল কাটিবে কেমনি
মহা প্রলয় ধেয়ে আসছে সন্মুখে।
চরণতলে নয়, জড়িয়ে ধর সকলকে।
সমঅধিকারের দলিল
মানবকূলে সকলেই দেহে
নিয়ে জন্মেছে ভূবনে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।